ঢাকা ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হেরোইনসহ  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

সিরাজগঞ্জে হেরোইনসহ  মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে বিশেষ কৌশলে জুতার ভেতরে রাখা ৩৩৪ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোরছালিনকে (২১) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের ফরজেন আলীর ছেলে। র‌্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম’র দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে সোমবার গভীর রাতে ওই রেলওয়ে স্টেশনে অভিযান চালানো হয়।

এ অভিযানে বিশেষ কৌশলে চামড়ার জুতার ভেতরে লুকিয়ে রাখা উল্লেখিত হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক মূল্য ৩০/৪০ লাখ টাকা। এ সময় তার কাছ থেকে নগদ ৩৮০ টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত